চ্যাটজিপিটিকে টেক্কা দিতে বার্ড আনছে গুগল

  07-02-2023 03:16PM



পিএনএস ডেস্ক: মাইক্রোসফটের ছায়ায় বেড়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওপেন এআই সার্ভিস চ্যাটজিপিটিকে টেক্কা দিতে একই ধরনের চ্যাটবট সেবা চালু করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট।

সোমবার এক ব্লগ পোস্টে অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, তার কোম্পানি একটি কনভারসেশনাল এআই সার্ভিস চালু করতে যাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে বার্ড। কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এটিকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সুন্দর পিচাই জানিয়েছেন, এআই সার্ভিস বার্ড হবে এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশন) ভিত্তিক। দুই বছর আগেই এটি চালু করেছিল গুগল।

পিচাই আরও জানিয়েছেন, শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সংমিশ্রনেই কাজ করবে বার্ড।

বার্ড ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করবে। এটি ওয়েবে থাকা তথ্যের ভিত্তিতেই নিজেকে সাজাবে।

সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যাটজিপিট। টিকটক ও ইন্সটাগ্রামের মতো অ্যাপসকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে এটি। চালু করার দুই মাসের মাথাতেই চলতি বছরের জানুয়ারিতেই এর সক্রিয় ব্যবহারকারী ছিল ১০০ মিলিয়ন।সূত্র: ব্লুমবার্গ

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন