চট্টগ্রামে কম্পিউটার-ইলেকট্রনিকস পণ্যের উৎসব শুরু শনিবার

  24-02-2023 10:30PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামে আগামীকাল শনিবার শুরু হচ্ছে কম্পিউটার ও ইলেকট্রনিকস ফেস্টিভ্যাল-২০২৩। নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে এ উৎসব চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। বিকেল ৪টায় এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নওশাদ চৌধুরী জানান, সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তির পণ্য ও সেবার হালনাগাদ সম্পর্কে ধারণা দিতে ১৩ দিনের এ উৎসবের আয়োজন।

তিনি জানান, এবারের উৎসবে গ্রাহকদের জন্য থাকছে ১০১টি আকর্ষণীয় পুরস্কার। থাকবে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। ক্রেতারা ৫০০ টাকার পণ্য কিনলে পাবেন কুপন। ফেস্টিভ্যাল শেষে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে তারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় ল্যাপটপ, টিভি, স্মার্টফোনসহ নানা পুরস্কার। থাকবে বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতাও।

এ আয়োজনে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তির নানা সামগ্রী প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এ থেকে গ্রাহকরা তথ্যপ্রযুক্তির পণ্যসামগ্রী ও সেবার হালনাগাদ সংস্করণ সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবেন। উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন