টিকটক নিষিদ্ধ করলো কানাডা

  28-02-2023 07:52PM

পিএনএস ডেস্ক : নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন।

এ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার।

নিষেধাজ্ঞা আরোপের কিছুক্ষণ পরই কানাডার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, এটি প্রথম পদক্ষেপ হতে পারে, তবে প্রতিটি পদক্ষেপে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, আমরা কানাডার নাগরিকদের নিরাপদ রাখছি।

তিনি আরও জানান, ওই অ্যাপের কারণে নিরাপত্তা নিয়ে ‘যথেষ্ট উদ্বেগ’ তৈরি হয়েছিল বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে তাদের কোম্পানি ‘হতাশ’ বলে জানিয়েছে টিকটকের একজন মুখপাত্র।

এর আগে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এ জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন