৯৯৯-এর ফেসবুক পেজ হ্যাকড

  05-03-2023 08:33PM

পিএনএস ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। রোববার (৫ মার্চ) সন্ধ্যায় ৯৯৯-এ ফোন করলে একজন অপারেটর বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজটিতে দেখা যায়, হলিউড সিনেমার তিনটি ভিডিও ক্লিপ টাইমলাইনে পোস্ট করা হয়েছে।

৩ মিনিট ৫৫ সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে আপ করা হয় ১৪ ঘণ্টা আগে। এর পর ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ৯ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে ৩ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আপ করা হয়।

৯৯৯-এর ওই অপারেটর জানান, পেজটিতে এমন ভিডিও ক্লিপ পোস্ট হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। পেজটি উদ্ধারে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ কাজ করছে। দ্রুত সময়ে এ সমস্যার সমাধান করা হবে।

সাধারণত ৯৯৯-এর ফেসবুক পেজটিতে জরুরি কোনো সংবাদ ছাড়া অন্য কিছু শেয়ার বা পোস্ট করা হয় না। তাই হলিউডের সিনেমার ভিডিও ক্লিপ আপ হওয়ায় নেটিজেনরা বলছেন, পেজটি হ্যাকড হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেক ব্যবহারকারীই এমন একটি জরুরি পেজ হ্যাক করার ঘটনার নিন্দা জানিয়েছেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন