বিশ্বজুড়ে ব্যাহত টুইটার পরিষেবা

  07-03-2023 09:04AM



পিএনএস ডেস্ক: বিশ্বজুড়ে ব্যাহত হল মাইক্রোব্লগিং সাইট টুইটার পরিষেবা। সোমবার কিছুক্ষণের জন্য বসে গেল কিছু ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্ট। এদিন বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন।

এই ধরনের সমস্যার উপর নজরদারি চালায় ‘ডাউনডিটেক্টর’। সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, সোমবার প্রায় ৮ হাজার ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন। টুইটারে ছবি এবং ভিডিও পরিষেবাগুলোর উপরও প্রভাব পড়েছে।

টুইটারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “টুইটারের কিছু পরিষেবা আশানুরূপ কাজ করছে না। আমরা একটি অভ্যন্তরীণ পরিবর্তন করেছি যার ফলে এরকম সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন এটি দ্রুত ঠিক করার চেষ্টা করছি। সমস্যা মিটে গেলে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানিয়ে দেব।” সূত্র: এনবিসি, টিকোটাইমস

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন