পিএনএস ডেস্ক: চাঁদে সফল অবতরণের পর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কাটিয়ে ফেলল ভারতের চন্দ্রযান-৩। সেখানে কাজ করছে রোবট বিক্রম, পাঠানো হচ্ছে নতুন নতুন তথ্য। এছাড়া বিক্রম চাঁদের প্রাকৃতিক কম্পন বা ভূমিকম্প রেকর্ড করেছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে এ তথ্য শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরো জানিয়েছে, বিক্রম ল্যান্ডারের উপর এমন উপকরণ লাগানো হয়েছে যা, ভূমিকম্পের গতিবিধির রেকর্ড করতে সক্ষম। এই উপকরণ বৃহস্পতিবার চাঁদের মাটিতে সিসমিক অ্যাকটিভিটির খোঁজ পেয়েছে। আসলে এই উপকরণ চাঁদের মাটিতে হওয়া বিভিন্ন গতিবিধির রেকর্ড করতে সফল হয়েছে।
চাঁদের সিসমিক অ্যাকটিভিটি জানার জন্য পাঠানো প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম বেসড উপকরণ ইন্সট্রুমেন্ট ফর দ্য লুনার সেসমিক অ্যাক্টিভিটি চাঁদের মাটিতে রোভার এবং অন্য পেলোডের কম্পন রেকর্ড করেছে।
২৬ আগস্ট চাঁদের কম্পন রেকর্ড করে বিক্রম। যা স্বাভাবিক বলে মনে করা হচ্ছে। যদিও ইসরো জানিয়েছে, আরও খোঁজ করা হচ্ছে। ইসরোর বক্তব্য অনুযায়ী আইএলএসএ-এর উদ্দেশ্য, চাঁদের মাটিতে ভূমিকম্প তার প্রভাব এবং কৃত্রিম ঘটনার কারণে ভূমিপৃষ্ঠে হওয়া কম্পন মাপা হয়।
এর আগে ইসরো চাঁদের সাউথ পোলে প্লাজমা পার্টিকেলের বিষয়ে তদন্ত করেছে এবং তার তথ্য দিয়েছে।
পিএনএস/আল আমিন
চাঁদে ভূমিকম্প রেকর্ড করেছে বিক্রম
01-09-2023 06:47PM