পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা চীনের বাজারে ‘মডেল ৩’ নামে নতুন একটি বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে। শুক্রবার নতুন এই মডেলের বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে টেসলা জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের বাজার থেকেও এই গাড়ি বিক্রির ক্রয়াদেশ নিতে শুরু করেছে। নতুন গাড়িটি তৈরি হচ্ছে চীনের সাংহাইয়ে অবস্থিত টেসলার কারখানায়।
যুক্তরাষ্ট্রের পরে টেসলার তৈরি বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে চীন। টেসলা জানিয়েছে, ২০২০ সালে তাদের সবচেয়ে বেশি বিক্রীত গাড়ির মডেল ওয়াইয়ের উন্নত সংস্করণ হলো মডেল ৩। নতুন এই মডেলের গাড়ি প্রতি চার্জে একটানা ৬০৬ কিলোমিটার (৩৭৭ মাইল) পর্যন্ত চলতে পারবে, যা টেসলার অন্যান্য সমমানের গাড়ির তুলনায় ৯ শতাংশ বেশি।
এদিকে আগামী কয়েক দিনের মধ্যে ভক্সওয়াগন, ফোর্ড ও জেনারেল মোটরসহ (জিএম) বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে বলে জানা গেছে। এরকম সময়ে টেসলার নতুন ‘মডেল- ৩’ বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করা হচ্ছে। চীনে এই মডেলের গাড়ির দাম শুরু হবে ৩৫ হাজার ৮০৭ মার্কিন ডলার থেকে, যা এর আগের মডেলের চেয়ে ১২ শতাংশ বেশি বলে জানায় টেসলা। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের বাজার ছেড়ে এই প্রথম টেসলা তাদের নতুন কোনো মডেল চীনের বাজারে উদ্বোধন করল। এর ফলে টেসলার সঙ্গে চীনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির গাড়ির দাম ও বৈশিষ্ট্য নিয়ে তীব্র প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
টেসলা অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে কবে তাদের মডেল–৩ গাড়ি বিক্রি শুরু করবে তা এখনো বলেনি। প্রতিটি মডেল- ৩ গাড়ি চীনের বাজারে পাঁচ হাজার ডলার ছাড় দিয়ে বিক্রি করছে তারা। চীনের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টেও এই মডেল-৩ গাড়ি তৈরি করছে টেসলা।
একই সময়ে টেসলা চীন ও যুক্তরাষ্ট্রে তাদের বৈদ্যুতিক গাড়ির মডেল এস ও মডেল এক্সের দাম কমিয়েছে যথাক্রমে ১৪ ও ২১ শতাংশ। এটি টেসলার মুনাফা অর্জনের নতুন পরিকল্পনা হলেও এতে চীনের বেশির ভাগ বৈদ্যুতিক গাড়ি নির্মাতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমানে মডেল ওয়াইয়ের পর টেসলার সবচেয়ে দামি গাড়ি হচ্ছে এই মডেল- ৩।
পিএনএস/এসএস
টেসলার নতুন বৈদ্যুতিক গাড়ি বিশ্ববাজারে!
02-09-2023 07:11PM
