পিএনএস ডেস্ক: অনলাইন সভার জন্য জুম সফটওয়্যারের মাধ্যমে ওয়েবিনার ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন অনেকেই। আর তাই ব্যবহারকারীদের বড় পরিসরে ওয়েবনিয়ার আয়োজনের সুযোগ দিতে নতুন সুবিধা চালু করেছে জুম। নতুন এ সুবিধা চালুর ফলে জুমে একসঙ্গে ১০ লাখ ব্যক্তি একই ওয়েবিনারে অংশ নিতে পারবেন। সম্প্রতি বিভিন্ন দেশের রাজনৈতিক দলের তহবিল সংগ্রহের জন্য জুম ওয়েবিনারে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর দাবি করছিলেন অনেকেই। সেই দাবির প্রেক্ষিতেই জুম ওয়েবিনারে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এ সুবিধায় একটি ওয়েবনিয়ারে কতজন অংশগ্রহণকারী যুক্ত হতে পারবেন, তার সংখ্যা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যাবে। এ বিষয়ে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম জানিয়েছেন, বিপুলসংখ্যক অংশগ্রহণকারীকে অনলাইনে যুক্ত করাকে বৈপ্লবিক পরিবর্তন বলা যায়। এর ফলে যেকোনো প্রতিষ্ঠান এখন অনলাইনে বিপুলসংখ্যক শ্রোতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে সংযোগ স্থাপন ও যোগাযোগ করতে পারবেন।
জুমের তথ্য মতে, বড় পরিসরে ওয়েবনিয়ার আয়োজন বিনা মূল্যে করা যাবে না। অর্থাৎ অংশগ্রহণকারীর সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে হবে। ওয়েবিনারে ১০ হাজার পর্যন্ত অংশগ্রহণকারী জন্য ৯ হাজার এবং ১০ লাখ পর্যন্ত অংশগ্রহণকারীর জন্য এক লাখ মার্কিন ডলার গুনতে হবে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের তহবিল সংগ্রহ কার্যক্রমের জন্য আয়োজিত জুম ওয়েবিনারে বিপুলসংখ্যক মানুষ যুক্ত হয়েছিলেন। শুধু তাই নয়, গত জুলাইয়ে ‘উইন উইথ ব্ল্যাক উইমেন’ নামের একটি সংগঠনের ওয়েবিনারে ৪০ হাজারেরও বেশি মানুষ যুক্ত হয়ে মাত্র ৩ ঘণ্টায় প্রায় ১৫ লাখ ডলারের তহবিল গঠন করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএস
জুমের ওয়েবিনারে একসঙ্গে ১০ লাখ মানুষ যুক্ত হতে পারবেন
23-08-2024 04:39PM