ডিমলায় বানভাসীদের মাঝে চাল বিতরণ

  15-07-2019 09:34PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : প্রবল বৃষ্টিপাত ও উজানের ঢল নেমে এসে পানিবন্দি হয়ে পড়ে নীলফামারী ডিমলা উপজেলার ৬টি ইউনিয়ন , তন্মধ্যে ৭ নং খালিশা চাপানী ইউপি’র ১ ও ৪ নং ওয়ার্ডে ১ হাজার ৬৫ পরিবারের মাঝে এবং ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি’র ১১ শত ৭২ টি পরিবার, গয়াবাড়ী ৬ নং ওয়ার্ডের ২ শত , ১০ নং পূর্ব ছাতানাই ৯ শত বানভাসী পরিবারদের মাঝে বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রাণলেয়র সহায়তায় জন প্রতি ১৫ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। ১৫ জুলাই সকাল ১০ টায় খালিশা চাপানী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার , জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, উপজেলা শিক্ষা সহকারী প্রোগ্রামার মো: রেদওয়ানুর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: সোহরাব হোসেন এর উপস্থিতিতে চাল বিতরন করা হয়।

অপরদিকে পার্শ্ববর্তী ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে দুপুর ১২ টায় চাল বিতরণের শুরুতেই চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বানভাসীদের করনীয় শীর্ষক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, বিন্যাকুড়ি সপ্রাবি সহকারি শিক্ষক হারুন-অর-রশিদ , ইউপি সচিব সুবাস চন্দ্র রায় প্রমুখ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন