লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান

  22-01-2020 03:50PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের সদর হাসপাতাল এলাকায় লাইসেন্স ছাড়া ও নিবন্ধন বিহীন ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসী কে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল । এসময় জেলা ড্রাগ সুপার ফজলুল হক উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে সদর হাসপাতালের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ড্রাস সুপার ফজলুল হক বুধবার সকালে সাংবাদিকদের জানান, লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত একতা ফার্মেসী, চৌধুরী মেডিকেল হলে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার ও নিবন্ধন এবং মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি করায় খান ফার্মেসী, প্রীতি ফার্মেসী ও বেলাল ফার্মেসীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকাসহ মোট ৫ টি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলে বলেন, ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় অভিযান চালিয়ে ৫ ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় সর্তক করে দেওয়া হয়। ভবিষ্যকে এ ধরনের ফের অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন