মাতাল অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়লো বিএসএফ সদস্য

  04-07-2020 12:28AM

পিএনএস, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্য মাতাল অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশি ভূখন্ডে ঢুকে পড়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ঘটনা ঘটে।

আটককৃত বিএসএফ সদস্যের নাম আসাদ আলী। তিনি ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ১ জন সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তাকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে এলাকাবাসি।

পরে রাত সাড়ে ৮ টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের নিকট হস্তান্তর করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন