সাবেক স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে মানববন্ধন করলেন স্বামী

  22-06-2021 03:36PM

পিএনএস ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন স্বামী আ. লতিফ মিয়া। আজ মঙ্গলবার সকালে সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপড়াবাজার এলাকায় মানববন্ধনে নির্যাতিত পরিবার ও গ্রামবাসী অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে ব্যবসায়ী আ. লতিফ অভিযোগ করে বলেন, আয়শা খাতুনের সাথে আমি দীর্ঘদিন ঘর-সংসার করি। সে বেপ‌রোয়াভা‌বে চলা‌ফেরা করতো। সংসারে থাকাকালীন সে আমাকে ও আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে গত ৬ মাস আগে তালাক দেই। তালাকপ্রাপ্ত হয়েও সে আমার বাড়ি দখল করে আছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীক কাজে আমি বাইরে থাকায় সে পরকীয়া সম্পর্কে জড়ায়।এগুলো বলতে গেলো সে আমাকে হুমকি-ধমকি দেয়। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন আহম্মেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আ.লীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন