ডিমলায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন

  22-06-2021 07:31PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ডিমলায় ফলজ, বনজ ও ঔষুধি জাতের বৃক্ষরোপন করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার ২২ জুন সকালে নীলফামারী ডিমলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অফিস চত্তরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১০৮ টি গাছ বিতরণ করেন উপজেলা আনসারও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ মায়া বেগম।

অফিস মতে, উপজেলার ১০ইউনিয়নে ৫৪ টি গ্রামের ভাতাবুক্ত সদস্য, আনসার প্লাটুন কমান্ডার,সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি জাতের ১০৮টি গাছের চারা বিতরণ করা হয়। ১০ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে ২ টি করে গাছ আনসার ভিডিপি ক্লাব-সমিতির জায়গা,প্রতিটি গ্রামের রাস্তার দুই ধারে চারা রোপনের জন্য বলা হয়েছে। সদস্যদের মাঝে চারা বিতরণ শেষে অফিস চত্তরে একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মায়া রেগম।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন