সোনাতলায় খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন

  25-07-2021 01:30PM


পিএনএস ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, পৌর কাউন্সিলর ও ডিলার নিপুন আনোয়ার কাজল, ডিলার তৌফিকুর রহমান হেলাল ও এসআই হাফিজুর রহমান।

একই দিনে পৌর এলাকার আগুনিয়াতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও খোলা বাজারে চাল ও আটা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
খোলা বাজারে আগামী ৫ আগস্ট পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত যেকোনো ব্যক্তি ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন। উপজেলার মোট ৯০০ জন মানুষ চাল ও ৬০০ জন মানুষ খোলা বাজারে এ আটা কেনার সুযোগ পাবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন