পাঁচবিবিতে ধান রোপণের সময় বজ্রপাতে নিহত ২

  02-08-2021 01:28PM

পিএনএস ডেস্ক : জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন কৃষক আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জোরপুকুর এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও একই উপজেলার চৌধূরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।

আহতরা হলেন- একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে এমদাদুল হক (৩৫), চৌধুরী পাড়া এলাকার নিহত মোফাজ্জলের ছেলে সাব্বির হোসেন (১৭), জোরপুকুরিয়া এলাকার হামেদ আলী তরফদারের ছেলে খলিলুর রহমান (৫৫) এবং করিয়া এলাকার ছফির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

স্থানীয় ধরঞ্জি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পুলিশ সূত্রে জানা যায়, মাঠের মধ্যে সকাল থেকে জমিতে কৃষকেরা ধানের চারা রোপণ করছিল। সে সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৪ জন আহত হন। আশপাশে লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। নিহতদের দুপুরের পর জানাজা হবে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন