বরিশালে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

  02-08-2021 03:30PM

পিএনএস ডেস্ক : বরিশাল বিভাগে চলতি বছরে প্রথম ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে তারা নিজ বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ আগস্ট) দুপুরে শনাক্তের বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।


তিনি জানান, শনাক্তকারীরা সম্ভবত ঢাকা থেকে এসছিলেন। এদের মধ্যে পিরোজপুরে একজন, পটুয়াখালীর বাউফলে একজন এবং বাকি তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গত ২৭ জুলাই পিরোজপুরে প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত সন্দেহে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ৩ জন রোগী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়।

গত শনিবার (৩১ জুলাই) তাদের পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন