ভোলা লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

  02-08-2021 03:42PM

পিএনএস ডেস্ক: কঠোরতার হুঁশিয়ারি দিয়ে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধের মধ্যেই কলকারখানা খোলার ঘোষণা আসার পর শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর নির্দেশনার দ্বিতীয় দিনে ভোলার লঞ্চঘাটগুলোতে রাজধানীসহ বিভিন্ন জেলার যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার সকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী যাত্রীরা ইলিশা ঘাটে এসে ভিড় করেন। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে লঞ্চে পারাপার হচ্ছেন তারা।

যাত্রীরা জানান, সীমিত পরিসরে লঞ্চ চলাচল করার কথা থাকলেও তা কেউ মানছেন না। লঞ্চে অর্ধেক আসনের জায়গায় অতিরিক্ত আসন জুড়েই যাত্রী নেওয়া হচ্ছে। ফলে লঞ্চে সামাজিক দূরত্ব পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। লঞ্চগুলো দ্বিগুণের বেশি যাত্রী নিয়ে রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

উপস্থিত যাত্রীরা আরো জানান, গত দুদিন যাত্রীদের ভোগান্তি দেখে ঢাকা যাওয়ার সাহস পাইনি। আজ ভিড় কম হবে ভেবে রওনা দিলাম। কিন্তু এখনো পা রাখার জায়গা পাচ্ছি না।

এ বিষয়ে ওয়াটার বাস এমভি গ্রীনলাইনের ম্যানেজার লক্ষণ দাস বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) নির্দেশনা অনুযায়ী আমরা লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করেছি। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন নিশ্চিত করেছি।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কামরুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ লঞ্চ চলাচল করছে। ঢাকার উদ্দেশ্যে পাঁচটি লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া অভ্যন্তরীণ ইলিশা-লক্ষ্মীপুর রুটে সিট্রাক চলাচল করছে। এরপরও রাজধানীর জন্য দুটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ বৃদ্ধি পেলে ওই লঞ্চ দুটি ছাড়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন