গাইবান্ধায় শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালন

  05-08-2021 07:47PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভের পাশে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু, সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক ও অন্যান্য নেতৃবৃন্দ, পৌর মেয়র মো: মতলুবর রহমান। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, গাইবান্ধা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অবদুল মতিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, ৮জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মানা প্রদান করা হয়।

পিএনএস/এসআইআর



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন