ডিমলায় বিদ্যালয়ে পাঠদান শুরু হওয়ায় অভিভাবকদের স্বস্তি

  12-09-2021 11:17PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ দেশে চলমান কোভিড ১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দীর্ঘ ১৮ মাস দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঝিমিয়ে পরেছিল শিক্ষার্থীরা। ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয় বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন শিক্ষার্থীদের উদ্দেশ্য অফিসিয়াল বিধিমেনে মাক্স পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া, নাক ও মূখ বার বার স্পর্শ না করা, একই ব্রেঞ্চে দুই জন করে বসা সহ স্বাস্থ্যবিধি চলার প্রতি গুরুত্বারোপ করেন।

এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার দাস বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার সুরক্ষার ব্যবস্থা রেখে সরকারি নির্দেশনা মোতাবেক আজ পঞ্চম ও তৃতীয় শ্রেণি ক্লাশ চলছে।

আমি গুগল মিটের মাধ্যমে ২১ টি স্কুল মনিটরিং করেছি।শিক্ষকগণ নিয়ম মেনে কাজ করছেন।

সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল আলম বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলছে পাঠ দান ও শিখন ঘাটতি নির্ণয়ের কাজ।

মোঃ আফজালুল হক বলেন, আমার ক্লাস্টারের গুগোল মিটের মাধ্যমে ১৫টি বিদ্যালয়ের সকল কার্যাবলী মনিটরিং করি। স্বপন রামকৃষ্ণ রায় বলেন,আজ আমি ২৬ টি বিদ্যালয় গুগল মিটের মাধ্যমে মনিটরিং করি, এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করি।

এ,কে,এম, সাজ্জাদুজ্জামান বলেন, আমি আজ ২৪ টি স্কুল গুগল মিটের মাধ্যমে মনিটরিং সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে মতবিনিময় করেছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার ব্যাপারে শিক্ষকগণ কে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছি।

এ ছাড়া তিনি আরও বলেন, দুর্গম চর অঞ্চলের ২টি বিদ্যালয় পরিদর্শন কালে পুর্ব ছাতুনামা আমিন পাড়া এবং ছাতুনামা মধ্যে চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমীনপাড়া বিদ্যালয়টির মূল স্থাপনা বর্তমানে তিস্তা নদীর মাঝে অবস্থান করছে। শিক্ষকগন স্থায়ী ভাবে বাঁধের উপর ঘর তৈরি করে ক্লাশ নিচ্ছেন।

ছাতুনামা মধ্যে চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকারি হলেও শিক্ষকগণ এখনো গেজেট ভূক্ত হয় নাই। বিদ্যালয়ের ভবনে বন্যার পানি উঠলেও বর্তমানে নদীর পানি নেমে যাওয়া সেখানে পাঠদান ছলছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন