বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হচ্ছেন সামসুল ইসলাম

  14-09-2021 12:55AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া অন্য কোনো প্রার্থী এ পদে মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই হতে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান জানান, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করে। আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন