করোনায় মৃত্যু শূন্য কুষ্টিয়া

  15-09-2021 11:40AM


পিএনএস ডেস্ক : কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কেউ মৃত্যুবরণ করেনি। আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছিল।

চলতি মাসে এটি দ্বিতীয় শুন্য মৃত্যুর ঘটনা। এর আগে চলতি মাসের ১১ সেপ্টেম্বর কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে শুন্য মৃত্যুর ঘটনা ঘটেছিল। আজ বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২২টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ১ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৫৪ জন।

নতুন করে শনাক্ত ২০ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১১ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ২ জন এবং খোকসা উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৬ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩২৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন