বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জেলায় ৪ জনের মৃত্যু

  15-09-2021 06:42PM

পিএনএস ডেস্ক : তিন জেলায় নারীসহ বিদ্যুৎস্পৃষ্টে চারজন মারা গেছেন। এদের মধ্যে লালমনিরহাটে দুইজন, কুমিল্লায় একজন ও নাটোরে একজন। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর-


লালমনিরহাট

জেলার আদিতমারী উপজেলার সবদল ও ফলিমারী গ্রামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মঙ্গল চন্দ্র (৩৭) ও বিউটি বেগম (৩৫) মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, নিজ বাড়িতে সেচ পাম্পে সংযোগ দিয়ে গিয়ে উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের ফিদাম চন্দ্রের ছেলে মঙ্গল চন্দ্র ও বাড়িতে কাজ করার সময় ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের সন্তোষ চন্দ্রের স্ত্রী বিউটি বেগম বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

কুমিল্লা

সকালে বিল্ডিংয়ের রড কাটতে গিয়ে কুমিল্লার হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন (৪০) নামের এক রাজ মিস্ত্রি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ফয়সাল (২০) নামের আরও এক যুবক।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে লিটন মারা যান। তিনি উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। অপর আহত ফয়সাল একই গ্রামের রাজ মিয়ার ছেলে।


নাটোর

দুপুরে জেলার সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রুবেল প্রাং (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত রুবেল উপজেলার পশ্চিম ভেংড়ী গ্রামের আবদুল করিম প্রাংয়ের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, জমিতে সেচ দেয়ার জন্য মোটর সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান রুবেল। তিনি গত বছর বামিহাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন