এক ইলিশের দাম ৩২০০ টাকা

  16-09-2021 05:50PM

পিএনএস ডেস্ক:ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় একটি ইলিশ। পরে মাছটি উপজেলার হাকিম উদ্দিন মৎস্য ঘাটে তিন হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মনির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নদীতে জাল ফেলেন জাকির হোসেন মাঝি। এ সময় তার জালে বেশ কয়েটি ইলিশের সঙ্গে দুই কেজি ৭০ গ্রাম ওজনের মাছটিও ধরা পড়ে।

তিনি আরো জানান, বেলা ১১টার দিকে মাছটি বিক্রির জন্য হাকিম উদ্দিন মৎস্য ঘাটে মেসার্স হাওলাদার ফিশ আড়তে নিয়ে যান জাকির। মাছটি দেখে বেশ কয়েকজন ক্রেতা ভিড় জমান। বড় ইলিশটি একজনকে উপহার দেওয়ার জন্য তিন হাজার ২০০ টাকায় কেনেন স্থানীয় মো. জাকির মিয়া।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে। সাগর থেকে অনেক ইলিশ নদীতে আসতে শুরু করেছে। জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করছেন।

তিনি আরো বলেন, এ বছর আমাদের নদী ও সাগরের সবগুলো অভিযান প্রায় সফল হয়েছে। তাই নদীতে বড় বড় ইলিশ ধরা পড়ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন