ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ২৬ রোহিঙ্গা আটক

  18-09-2021 12:52AM

পিএনএস ডেস্ক : দালালের মাধ্যমে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ২৬ রোহিঙ্গাসহ তিন দালালকে স্বর্ণদ্বীপে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ভাসানচর বিআইডব্লিউটি পন্টুনে নিয়ে আসে কোস্টগার্ড।

আটক দালালরা হলেন- হাতিয়ার চরগাসিয়ার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে নৌকার মাঝি মো. হানিফ (৩০), একই উপজেলার রেহেনীয়া গ্রামের মৃত আমীন উল্যাহর ছেলে মো. শামীম (২৭) ও চরগাসিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. শামীম (১৫)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ভাসানচর রোহিঙ্গা বাজারের পেছন দিয়ে দালালের সহায়তায় একটি কাঠের নৌকা করে তারা পালিয়ে যায়। পরে গভীর রাতে জাহাইজ্যারচর প্রকাশ স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশের চরে নৌকাটি আটকে যায়। জেলেদের মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

অন্যদিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নারী-শিশুসহ আরও ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন