আগুনে পুড়লো দোকান ঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

  27-09-2021 05:36PM

পিএনএস ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার রাতে উপজেলার সিধুলী ইউপির শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত।

স্থানীয় মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ছুটে যাই সেখানে। গিয়ে দেখি ২ গার্মেন্টস, ১টি কসমেটিকস্ ও ১ একটি ধানের গোডাউনের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ধান গোডাউনের মালিক সুজন মিয়া বলেন, রাত দেড়টা পর্যন্ত দোকানেই ছিলাম। বাড়িতে আসার পর রাত সাড়ে তিনটায় শুনতে পাই আগুন লাগছে। এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে।

কসমেটিকস্ দোকানি সোনাহার বলেন, আগুনে কসমেটিকস্ মালামাল সব পুড়ে গেছে। আমার বিরাট ক্ষতি হয়ে গেল।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা( ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে যাই সেখানে। দূরের পথ হওয়ায় ঘটনাস্থলে পৌছানোর আগেই সব পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুনের সুত্রপাত। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছেন সিধুলী ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মিরণ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন