বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু

  11-10-2021 01:24PM


পিএনএস ডেস্ক: বগুড়ার শেরপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে আজ সোমবার সকাল ৯টায় বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুইয়া (৬৫), তার ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুইয়া (৩৫) ও প্রতিবেশি চান চন্দ্র ভুইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুইয়া (৩০)।

স্থানীয় এলাকাবাসী জানান, নিজ বাড়ির উঠান পরিস্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গামন্দির পূজামণ্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুইয়া, প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এতে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান। অন্য আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভুইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন