নাটোরে ৩৮৩ মন্দিরে দুর্গোৎসব শুরু

  11-10-2021 02:50PM


পিএনএস ডেস্ক: নাটোরের ৩৮৩ টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ সোমবার সকালে প্রতিটি মন্দিরে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘণ্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দূর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে।

এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দেবী আসছেন ঘোটকে ফল ছত্রভঙ্গ আর যাবেন দোলায় ফল মড়ক। তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন