৭ পা নিয়ে জন্ম নিল অদ্ভুত বাছুর!

  11-10-2021 10:48PM

পিএনএস ডেস্ক: ফেনীর দাগনভূঞায় সাত পা নিয়ে একটি বাছুর জন্ম নিয়েছে। বিষয়টি জানাজানি হলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে বাছুরটি দেখার জন্য ভিড় করছে মানুষ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রূপধন মিয়ার একটি গাভি সাত পা বিশিষ্ট বাছুর জন্ম দেয়। বাছুরটি নিয়মিত চার পা ছাড়াও পিঠের ওপর আরও তিনটি পা রয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই বাড়িতে বাছুরটিকে এক নজর দেখার জন্য ছুটে যান।

গাভির মালিক রূপধন মিয়া জানান, প্রায় ১০ বছর ধরে গাভিটি লালনপালন করছেন তিনি। এর আগে গাভিটি তিনটি বাচ্চা জন্ম দেয়। এটি তার চতুর্থ বাচ্চা। জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। আলাদাভাবে দুধ খাইয়ে বাছুরটিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তারেক মাহমুদ জানান, বাছুরটি সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পাগুলো অপসারণ করে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন