অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

  13-10-2021 08:38AM

পিএনএস ডেস্ক: ফেনীর ফুলগাজীতে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

মঙ্গলবার দুপুরে ফুলগাজীর মুন্সিরহাটে ফেনীস্থ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভোক্তা অধিকার রক্ষায় ফুলগাজীর বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মুন্সির হাটে ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় বিক্রির অপরাধে পাল ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে অসুক্ষম স্টোরকে ৩ হাজার টাকা, পোড়া তেল ব্যবহারের দায়ে হীরামন সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফুলগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন