নগরকান্দায় ৯ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৫১ জন

  20-10-2021 04:39PM


পিএনএস ডেস্ক : আগামী ১১ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গত ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে ৩ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং অফিসারদের স্বাক্ষরিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ৫১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর (কর সনাক্তকরণ সংখ্যা) উল্লেখ করেছেন ১৭ জন। বাকী ৩৪ জন টিন নম্বর উল্লেখ করেননি।

নগরকান্দার কাইচাইল ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ১ জনের। চরযশোরদী ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ২ জনের। ফুলসুতী ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ১ জনের। লস্করদিয়া ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ১ জনের।

এছাড়াও পুরাপাড়া ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ২ জনের। ডাঙ্গী ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ৩ জনের। তালমা ইউনিয়নে ৮ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে টিন নম্বর আছে ৭ জনের। কোদালিয়া শহীদনগর ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর কেউই টিন নম্বর উল্লেখ করেননি। রামনগর ইউনিয়নে ১১ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেউই টিন নম্বর উল্লেখ করেননি।

ইউপি নির্বাচনের আইন প্রসঙ্গে ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের যদি টিন নম্বর থাকে তাহলে মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। না থাকলে উল্লেখ করতে হবে না। তবে তথ্য গোপন করা যাবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন