পূবাইলে বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত

  22-10-2021 01:48AM

পিএনএস ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী ও চার বছর বয়সি শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা খ্রিস্টান হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম তহমিনা মিনা (২৫)। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছে তার চার বছরের মেয়ে মেহেরিমা এবং তার স্বামী মিরাজ (৩৫)।

তারা পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার করিম মার্কেট এলাকার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১১-৮৩৯৫) করমতলা এলাকায় পিছন থেকে ওই অটোরিকশাকে চাপা দিলে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুসহ সবাই মারাত্মক আহত হন।

এ সময় গাড়ি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে তহমিনা মিনাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মেহেরিমা ও তার বাবা মিরাজ আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পূবাইল থানার এসআই নুরুজ্জামান জানান, বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন