জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন

  22-10-2021 12:31PM


পিএনএস ডেস্ক : 'গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি'- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সভাপতি রোটা. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে আজ শুক্রবার বেলা ১১টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

এতে সাধারন পথচারী, চালক ও শিক্ষার্থীদের সচেতন করতে সবার হাতে হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আয়েশা বেগম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল অমিন, দপ্তর সম্পাদক মো. জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক রওনক হাসান, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক সেলিম, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জাহেদুর রহমান, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাধারন সদস্য, আসাফ উদ দৌলা ডিউক, শাবন্তী, শহিদুল ইসলাম প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন