চট্টগ্রামে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

  22-11-2021 04:57PM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামে আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় আমন ধান কাটার উৎসব চলছে। প্রায় প্রতিটি উপজেলায় কৃষকরা ঘরে তুলছেন আমন ধান। এবার অন্যবারের তুলনায় ফলনও ভাল হয়েছে। এখানে আমন ধান কেটে কৃষকরাও খুশী। তবে জেলার অন্য উপজেলার মতো মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়ও পাকা আমন ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। পেতে পারেন ন্যায্যমূল্যও।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির পর এবার মিরসরাই উপজেলায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা রয়েছে শত হাজার টন ধান পাওয়া যাবে। আবহাওয়া অনুকূলে থাকায় ধান পরিপুষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা।

উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, প্রতি আড়ি (৫ কেজি) ধান ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর ছিল ২০০ টাকা। ইতিমধ্যে ১০ শতাংশ ধান ঘরে উঠেছে। আমন ধান আরো কাটা হচ্ছে। এবার ধানের ফলনও ভাল হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, করোনা পরবর্তীতে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা পেয়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান মিলবে। তবে শুধু মিরসরাউ উপজেলায় নয়, আমন ধানের চাষ যেখানেই হয়েছে, সেখানেই ভাল ফলন হবে বলে আশা করছি।

খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক আনোয়ার বলেন, দুই কানি জমিতে আমন চাষ করে ভালো ফলন হয়েছে। খরচ হয়েছে ৬০ হাজার টাকা। ঘরের জন্য রেখে অবশিষ্ট ধান বিক্রি করে খরচের টাকা তোলা যাবে। তাছাড়া অনেক কৃষক ঋণ নিয়ে ধানচাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা ন্যায্যমূল্য পাবেন বলে আশা করছেন।

আরো জানা গেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী, রাউজান, রাঙ্গুনীয়া, ফটিকছড়ি, সাতকানিয়া, বোয়ালখালী, মিরসরাই, লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলায় আমন ধানের চাষ হয়েছে। প্রতিটি উপজেলায় কমবেশী আমন চাষে ভাল ফলনও হয়েছে। করোনা পরিস্থিতির পর এবার কৃষকরা ভাল কিছু আশা করছেন।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের জন্য আমন ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। ২৭ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান ও ৪০ টাকা কেজি দরে ৫ লাখ টন চাল সংগ্রহ করছে সরকার। তাছাড়া কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারও আন্তরিক। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুতও বৃদ্ধি করতে চায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন