ফরিদপুরে ১৫ ইউনিয়নের ১৪টিতেই নৌকার ভরাডুবি

  28-11-2021 11:04PM

পিএনএস ডেস্ক: ফরিদপুরের দুটি উপজেলায় কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটের বেসরকারি ফলাফলে ১৫টি ইউনিয়নের ১৪টিতেই হেরেছে নৌকার প্রার্থীরা।

রোববার জেলার ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ভোটে স্বতন্ত্র প্রার্থী ১৪ ইউপিতে বিজয়ী হয়।

চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা: ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে রেজাউল করিম দুদু মিয়া (নৌকা), নুরুল্যাগঞ্জ ইউনিয়নে সৈয়দ শাহীন আলম শাহাবুব (স্বতন্ত্র), কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর (স্বতন্ত্র), ঘারুয়া ইউনিয়নে মুনসুর মুন্সী (স্বতন্ত্র), আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার (স্বতন্ত্র), হামিরদী ইউনিয়নে মো. খোকন মিয়া (স্বতন্ত্র), তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান (স্বতন্ত্র), আলগী ইউনিয়নে ম.ম ছিদ্দিক (স্বতন্ত্র), চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্যা (স্বতন্ত্র), চুমুরদী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সোহাগ (স্বতন্ত্র), মানিকদাহ ইউনিয়নে কে,.এম শহীদুল্লাহ বাচ্চু (স্বতন্ত্র) ও নাসিরাবাদ ইউনিয়নে মো. আলমগীর খান (স্বতন্ত্র)।

চরভদ্রাসন উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীরা- চরভদ্রাসন সদর ইউনিয়নে আজাদ খান (স্বতন্ত্র), গাজিরটেক ইউনিয়নে মো. ইয়াকুব আলী (স্বতন্ত্র) ও চর হরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবির ব্যাপারী (স্বতন্ত্র)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন