ওমিক্রন প্রতিরোধে সতর্ক অবস্থানে বেনাপোল বন্দর

  29-11-2021 12:45PM


পিএনএস ডেস্ক: করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বেনাপোল চেকপোষ্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা। ভারত প্রত্যাগত সকল যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

যে সকল যাত্রী মাস্কবিহীন বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে। আজ সোমবার সকাল থেকে পুলিশী তত্ত্বাবধায়নে ইমিগ্রেশনের প্রবেশের মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। ভারত থেকে আগত পন্যবাহী ট্রাকগুলোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রাকচালক ও সহকারীদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আগে থেকেই সতর্ক আছি। নতুন করে যাতে কোন আক্রান্ত ব্যক্তি সংক্রমন ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন