নিজ গ্রামে চিরনিন্দ্রায় শায়িত মাঈনুদ্দিন

  01-12-2021 03:00AM

পিএনএস ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত কামরুননেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাঈনুদ্দিনের বড় ভাই মনির হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে ময়নাতদন্তের পর মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় সরাইলে গ্রামের বাড়িতে।

বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে তার লাশ সরাইলে গ্রামের বাড়িতে পৌঁছায়। এসময়, মাইনুদ্দিনকে শেষ বিদায় জানাতে আত্মীয়-স্বজনসহ আশপাশের অসংখ্য মানুষ ভিড় করে। এছাড়া ঢাকা থেকেও মাইনুদ্দিনের শতাধিক বন্ধু সরাইলে যায়।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় নিহত হয় মাইনুদ্দিন। সে রামপুরার কামরুননেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

এরইমধ্যে অভিযুক্ত বাসের চালক ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

পিএনএস/এএ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন