বান্দরবানে চালু হলো সৌর চালিত মিনি হিমাগার

  05-12-2021 03:19PM


পিএনএস ডেস্ক: বান্দরবানের থানচি সড়ক সংলগ্ন ম্রোলং পাড়ায় কৃষি পণ্য সংরক্ষণের জন্য সৌর শক্তি চালিত একটি মিনি হিমাগার বাণিজ্যিকভাবে চালু হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শনিবার সন্ধ্যায় এই মিনি হিমাগার উদ্বোধন করেন।

বেশ কয়েকটি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে সংরক্ষণ করে তা দিয়ে এয়ার কন্ডিশনারের মাধ্যমে দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে সচল রাখা হচ্ছে এই হিমাগার। এই মিনি হিমাগারে ৫ মেট্রিক টন কৃষিপণ্য সংরক্ষণ করা যাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন