রেলক্রসিংয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন, চালকের বিরুদ্ধে মামলা

  05-12-2021 05:39PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। এতে বাসচালককে অভিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন বলেন, নিউমার্কেট থেকে ভাটিয়ারী রুটে চলা সাত নম্বর বাসটির (চট্টমেট্টো-জ-১১-১৬২৩) চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার সকালে নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনগামী ডেমু ট্রেনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জাকির হোসেন সড়কের পূর্ব দিক থেকে আসা সাত নম্বর রুটের একটি বাস রেলক্রসিংয়ের আগে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনের দিকে ঠেলে দেয়। এতে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। এছাড়া এ ঘটনায় আহত হন আরো অন্তত আটজন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন