৪ পায়ের অদ্ভুত মুরগির ছানা, চলাফেরাও স্বাভাবিক

  08-12-2021 07:49PM

পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পা নিয়ে এক অদ্ভুত মুরগির ছানার জন্ম হয়েছে। চার পা থাকলেও বাচ্চাটির চলাচলে কোনও অসুবিধা হচ্ছে না। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে একটি মুরগি দুটি বাচ্চার জন্ম নেয়। তার মধ্যে একটি চার পা নিয়ে জন্ম নেয়।

আমিনুল ইসলামের স্ত্রী নূরী আক্তার জানান, আমার পালিত একটি মুরগি ৭টি ডিম দেয়। সেই ডিমগুলি বাচ্চা ফুটানোর জন্য দেয়া হয়। এর মধ্য থেকে পাঁচটি ডিম নষ্ট হয়ে যায়। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে।

তিনি আরও বলেন, বাচ্চাটি চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে। আর বাকি দুটি পা ছোট হওয়ায় ব্যবহার করছে না। এতে বাচ্চাটির চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।

এ বিষয়ে জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার জানান, অনেক সময় চার পা নিয়ে মুরগির বাচ্চার জন্ম হয়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি। জন্মগত সমস্যার কারণেই এ ধরনের বাচ্চার জন্ম হয়।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন