রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক করোনা আক্রান্ত

  17-01-2022 03:12AM

পিএনএস ডেস্ক: রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা ধরা পড়েছে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিলেরও।

১৮ থেকে ২০ জানুয়ারি ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে রোববার (১৬ জানুয়ারি) তারা করোনার নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বর্তমানে রাজশাহীর নিজ নিজ সরকারি বাসভবনে রয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসি।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিত সরকার জানান, জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে রোববার নমুনা দেন বিভাগীয় কমিশনার। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথে সিরাজগঞ্জে পৌঁছে করোনা শনাক্তের খবর পান বিভাগীয় কমিশনার। সেখান থেকে তিনি রাজশাহীতে ফিরে আসেন।

অন্যদিকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, রোববার সকালে নমুনা দেওয়ার পর জেলা প্রশাসক অফিসেই ছিলেন। বিকেলে তার করোনা শনাক্তের খবর আসে। এরপরই তিনি অফিস থেকে বাসভবনে চলে যান।

তিনি আরও জানান, জেলা প্রশাসক শারীরিকভাবে ভালো আছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। করোনা ধরা পড়ায় তার জেলা প্রশাসক সম্মেলনে যোগদান সম্ভব হচ্ছে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন