সাভারে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  17-01-2022 02:58PM


পিএনএস ডেস্ক: সাভারের বিরুলিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাদুল্যাপুর আশ্রয়ণ প্রকল্পে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ।

এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর গোলাপ গ্রামের অসহায় ও দুঃস্থরা বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর পাচ্ছেন। এখানে দ্রুত গতিতে ঘর নির্মাণ করা হচ্ছে। বিনামূল্যে ঘর পাওয়ায় খুশি এখানকার মানুষরা। আজ সকালে ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করে আশ্রয়ণ প্রকল্প ঘুরে ঘুরে সেখানকার বাসিন্দাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

তৃতীয় পর্যায়ে এবার সাভার উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ১২০টি দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ পাওয়ায় যায়। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে দুই লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন্য ১১টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন