পঞ্চগড়ে বেদে পল্লীতে কম্বল বিতরণ

  23-01-2022 10:25AM


পিএনএস ডেস্ক: জীবিকার সন্ধানে এসে শীতে কাঁতর বেদেদের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। শনিবার রাতে তাদের হাতে শীত নিবারণের জন্য কম্বল পৌছে দিয়েছেন কর্মকর্তারা।

গত কয়েকদিন আগে দেশের বিভিন্ন স্থান থেকে বেদে সম্প্রদায়ের কিছু মানুষ তাবু ফেলেছিলেন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় একটি মাদ্রাসার মাঠে। এই জেলার তীব্র শীতের খবর জানা ছিল না তাদের। কনকনে ঠাণ্ডায় তারা কাবু হয়ে পড়েছিলো। খবর পেয়ে হত দরিদ্র বেদে পরিবারের কাছে ছুটে যান জেলা প্রশাসনের দু'জন কর্মকর্তা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপকংর রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এসময় বেদেদের হাতে ১৫টি কম্বল তুলে দেন। এসময় তারা বেদেদের সাথে সময় কাটান, সাপখেলা দেখেন। তাদের খোঁজ খবর নেন। পরবর্তিতে অন্যান্য সহযোগিতারও আশ্বাস দেন। হঠাৎ করে কম্বল পেয়ে খুশি বেদে সম্প্রদায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন