রংপুরে বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  23-01-2022 10:50PM

পিএনএস ডেস্ক: রংপুরে পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রীবাহী বাস মানিক পরিবহন কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি নব্দীগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে নব্দীগঞ্জের দিকে আসতে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে বাসের নিচে আটকা পড়ে। ঘটনাস্থলেই নব্দীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা অনিল চন্দ্র বর্মণসহ (৪৫) ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

ওসি মাহফুজার রহমান বলেন, ‘নিহতদের মধ্যে একজনের নাম,পরিচয় পাওয়া গেছে। বাকি নিহতদের শনাক্তের চেষ্টা চলছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন