‌খুলনায় বিএনপি নেতার ওপর হামলায় যুবদলের দুই নেতা গ্রেফতার, নিন্দা

  14-05-2022 03:45PM



পিএনএস ডেস্ক: খুলনার খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররকৃতরা হচ্ছেন- খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুর রহমান।

শুক্রবার রাত ১১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। আহত ফজলে হালিম লিটন নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারী। আর গ্রেফতার হওয়া যুবদল নেতা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য।

এদিকে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় যুবদল নেতাদের গ্রেফতারের ঘটনাকে নিন্দা জানিয়েছে মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, খুলনা বিএনপিকে বিভক্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি চক্র। যুবদলের দুই নেতাকে হয়রানিমূলকভাবে গ্রেফতারের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৮ মে রাতে ফজলে হালিম লিটনকে খালিশপুরে তার বাড়ির গেটে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন