এবার সিনেমা হলে মিলল সয়াবিন তেল

  15-05-2022 12:48PM

পিএনএস ডেস্ক : সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কটে নাকাল দেশের মানুষ। উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না তেল। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত করে বাড়তি দামে সেগুলো বিক্রি করছে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকান ও গুদাম থেকে উদ্ধার করা হচ্ছে মজুত করা বিপুল পরিমাণ সয়াবিন তেল।

এদিকে ভোলা জেলার বোরহানউদ্দিনে সিনেমান হলের গুদামে লুকিয়ে রাখা এক হাজার ৭৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

শনিবার রাতে জেলার বোরহানউদ্দিন পৌর ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা সড়কের সাবেক চিত্রমনি সিনেমান হলের একটি গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ভোলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিফতরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে আমরা বোরহানউদ্দিনের সাবেক চিত্রমনি সিনেমা হলের একটি গোডাউন থেকে এক হাজার ৭৭৬ লিটার রূপচাঁদা সয়াবিন তেল জব্দ করি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মাকসুদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল ১৬০ টাকা কেজি দরে জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন