পিরোজপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

  20-05-2022 01:27AM

পিএনএস ডেস্ক : পিরোজপুরে মঠবাড়িয়া ও কাউখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশুর নাম সিয়াম হোসেন ও আব্দুর রহিম।

জানা গেছে, ওই দিন দুপুরে জেলার মঠবাড়িয়ায় পানিতে ডুবে সিয়াম হোসেন নামের পৌঁনে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের আলী হোসেনের একমাত্র পুত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের কালিরহাট গ্রামে।

নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা চট্টগ্রামে গার্মেন্টস এ চাকরি করার কারনে সে মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের নানা মো. মুজিবুর রহমানের বাড়িতে থাকতো।ওই দিন দুপুরে শিশুটির নানা তাকে গোসল করিয়ে দিতে বাড়ির পুকুরে নিয়ে যান। তাকে গোসল করিয়ে ঘরে ফিরে যেতে বলেন। পরে নানা গোসল করে ঘরে ফিরে আসলে শিশুটির মামি জান্নাতি বেগম শিশুটির কথা জিজ্ঞাসা করেন। এ সময় শিশুটির খোঁজ পড়লে পুকুরে এসে শিশুটির জুতা ভাসতে দেখেন। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ইসিজির মাধ্যমে পরীক্ষা করে তাকে মৃত্যু বলে নিশ্চিত হওয়া যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ওই থানার ইপ পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারন নিশ্চিত হতে তাকে ময়নাতদন্ত করা হচ্ছে।

এ ছাড়া একই দিন বিকাল ৩টার দিকে জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া-পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের আব্দুর রহিম নামের ৩ বছরের একটি শিশু পানিতে ডুবে মৃত্যু হয়। শিশুটি ওই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

পরিবার সূত্র জানায়, ওই দিন দুপুর ৩টার দিকে শিশুটি তার চাচার বাড়িতে যাওয়ার সময় পা পিছলে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক হাসান সৌরভ বলেন, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন