রাজবাড়ীতে বন্যার সম্ভাবনা নিয়ে যা জানা যাচ্ছে

  22-06-2022 03:08PM


পিএনএস ডেস্ক : রাজবাড়ীতে পদ্মা নদীর তিন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী দুইদিন পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে। এরপর আবার কমতে শুরু করবে। সে হিসেবে রাজবাড়ীতে বন্যার সম্ভাবনা নেই।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর। তিনি বলেন, রাজবাড়ী শহররক্ষা বাঁধ ভালো অবস্থানে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুইদিন পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে। এরপর পানি ক্রমান্বয়ে হ্রাস পাবে।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে অনেক পরিবার পানিবন্দী হয়। পদ্মার সবেচেয়ে নিচু এলাকা গোয়ালন্দ উপজেলা। বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলে গোয়ালন্দ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে রাজবাড়ীতে সেভাবে বন্যা হওয়ার কোনো সম্ভাবনার তথ্য আমাদের কাছে নেই। যেহেতু পদ্মা নদীর পাশে কিছু নিচু এলাকা রয়েছে। পানি বৃদ্ধির ফলে সেগুলো প্লাবিত হতে পারে। জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

পিএনএস/আনোয়ার






@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন