নওগাঁয় ট্রাকচাপায় সিনএনজির ৫ যাত্রী নিহত

  24-06-2022 10:05AM



পিএনএস ডেস্ক : নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় সিনএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল।

স্থানীয়রা জানায়, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশায় করে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে পৌঁছালে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন শিক্ষক নিহত হন। আহত হন আরো কয়েকজন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার অভিযান এখনও চলছে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন