বোরকা পরে স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

  24-06-2022 12:13PM



পিএনএস ডেস্ক : শেরপুর জেলার শ্রীবরদীতে শ্বশুরবাড়িতে স্ত্রী, শাশুড়ি ও জেঠা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় শ্বশুরসহ আহত আরো তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক মিন্টু মিয়া পালিয়ে যান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বোরকা পরিহিত অবস্থায় মিন্টু মিয়া একজন সহযোগী নিয়ে পুটল গ্রামের মনু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে কুপিয়ে হত্যা করে।এ ছাড়া আরো ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পথেই মারা যায় মনিরা বেগম নামে (৪০)। বকশীগঞ্জ হাসপাতালে আনার পর আরো দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মনু মিয়ার মেয়ে মনিরা বেগম (৪০), স্ত্রী শেফালী বেগম (৬০) ও মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)। আহতরা হলেন আহাদ আলীর স্ত্রী বাচ্চুনী বেগম (৫২), জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

জানা গেছে, প্রায় ১৭ বছর আগে শ্রীবরদীর পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের পার্শ্ববর্তী গেরামারা গ্রামের মিন্টু মিয়ার সাথে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত রমজানের শুরুতে বাপের বাড়ি আসেন মনিরা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন