পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ সেই ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

  28-06-2022 03:32AM

পিএনএস ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও আওয়ামী লীগের জনসভায় গিয়েছিলেন ছাত্রলীগ নেতা আফসার তামিম (২৫)।

জনসভা শেষে ট্রলারে করে পদ্মা নদী পার হচ্ছিলেন তিনি। কিন্তু মাওয়ার কাছে এসে ঢেউ ও স্রোতে ট্রলারটি ডুবে যায়। তখন থেকেই নিখোঁজ ছিলেন তামিম। তবে তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি।

সোমবার (২৭ জুন) বিকেলে পদ্মা নদীর জাজিরার ছিডারচর বাটকুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

আফসার তামিম ভোলার চরফ্যাশনের বাসিন্দা। তিনি চরফ্যাশন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৫ জুন আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে শিবচরের কাঁঠালবাড়িতে আসেন আফসার তামিম। এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে লঞ্চে করে এসেছিলেন। ফেরার সময় ট্রলার ডুবে গেলে আফসার নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে পদ্মা নদীতে তামিমের মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেলে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

জাজিরার মঙ্গল মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, আজ এক তরুণের লাশ উদ্ধার করেছি। তিনি পদ্মা সেতু দেখতে গেছিলেন। ঢাকায় ফেরার সময় পদ্মা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন